পৃষ্ঠাসমূহ

শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২

পাবনা সদর উপজেলার তথ্য ও ঐতিহ্য

পটভূমি
১৯২৮ সালের ১৬ অক্টোবর তারিখে তৎকালীন রাজশাহী জেলার ৫টি এবং যশোহর জেলার ৩টি থানা নিয়ে পাবনা জেলার সৃষ্টি হয়। ১৮৫৫ সালে সিরাজগঞ্জ থানাকে ময়মনসিংহ জেলা থেকে নিয়ে পাবনা জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত পাবনা সদর মহকুমা এবং সিরাজগঞ্জ নিয়ে পাবনা জেলা গঠিত ছিল। ১৯৮৪ সালে পাবনা ও সিরাজগঞ্জ দুটি স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি লাভ করে।
পাবনা সদর উপজেলার মানচিত্র

পাবনা জেলা পদ্মা এবং যুমনা নদীর মিলনস্থলে অবস্থিত। ১৯৪৮ সালে যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারক ঘোষনা করা হয়। কাজেই পাবনা একটি প্রাচীন জেলা এবং সদর উপজেলা জেলার প্রানকেন্দ্রে অবস্থিত পূর্বে সাঁথিয়া এবং সুজানগর উপজেলা, পশ্চিমে ঈশবরদী উপজেলা, উত্তরে আটঘরিয়া উপজেলা এবং দক্ষিণে ক–ুষ্টয়া জেলা দ্বারা পরিবেষ্টিত এবং পদ্মা ও ইছামতি নদী বিধৌত পাবনা সদর একটি প্রাচীন জনপদ। পাবনা সদর উপজেলার দোগাছী ও গয়েশপুরের তাঁতের কাপড় ও লুঙ্গি দেশবিখ্যাত এবং পাবনা সদর উপজেলায় তাঁত শিল্পের অফুরন্ত সম্ভাবনা আছে। তাঁতশিল্পের এই অফুরন্ত সম্ভাবনাকে সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাগিয়ে তোলা সম্ভব বলে আমাদের বিশ্বাস

পাবনা সদর উপজেলার উল্লেখযোগ্য স্থান/স্থাপনা
ভাঁড়ারা শাহী মসজিদ, জোড় বাংলা মন্দির, তাড়াশ বিল্ডিং, পাবনা ক্যাডেট কলেজ, প্রশামিত ভূবন পার্ক শ্রী শ্রী ঠাকুর অনুকুলচমদ্র সৎসঙ্গ তীর্থধাম, মানসিক হাসপাতাল, লাগসই প্রযুক্তি জাদুঘর




ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের পরিচিতি
নাম
পদবী
ঠিকানা ও মোবাইল নম্বর
জনাব মোঃ আশরাফ আলী
চেয়ারম্যান,
মালিগাছা ইউ,পি
মালিগাছা, পাবনা।
০১৭১১-৭০৩০৬৮
জনাব মোঃ আবু সাঈদ খান
চেয়ারম্যান,
ভাঁড়ারা ইউ,পি
নলদহ, ভাঁড়ারা, পাবনা
০১৭১১-৯৭২৩৯৮
জনাব মোঃ আকতার হোসেন
চেয়ারম্যান,
আতাইকুলা ইউ,পি
গংগারামপুর, পাবনা
০১৭১৬-৬১৫৭৩৩
জনাব মোঃ আলী রেজা খান কাকন
চেয়ারম্যান,
মালঞ্চি ইউ,পি
মাহমুদপুর, মালঞ্চি, পাবনা।
০১৭১৬-৬২৪৬৯১
জনাব মোঃ আব্দুল লতিফ ঠান্টু
চেয়ারম্যান,
দাপুনিয়া ইউ,পি
দাপুনিয়া, পাবনা।
০১৭১১-৯৫৮৪২২
জনাব মোঃ ইব্রাহিম মৃধা
চেয়ারম্যান,
গয়েশপুর ইউ,পি
হরিনারাণপুর, গয়েশপুর, পাবনা
০১৭২৯-১০৮৪৮৪
জনাব এস এম জিয়াউল হক খোকন
চেয়ারম্যান,
সাদুল্লাপুর ইউ,পি
হাপানিয়া, সাদুল্লাপুর, পাবনা
০১৭২১-১১৪২০২
জনাব মোঃ নূরুল ইসলাম
চেয়ারম্যান,
চরতারাপুর ইউ,পি
সুজানগর বাজার, পাবনা
০১৭১৫-৯৫০০১৫
জনাব মোঃ মমতাজ উদ্দিন
চেয়ারম্যান,
হিমায়েতপুর ইউ,পি
হেমায়েতপুর, পাবনা
০১৭১৫-৩৬৭১১৪
জনাব মোঃ হযরত আলী
চেয়ারম্যান,
দোগাছী ইউ,পি
চর সদিরাজপুর, পাবনা
০১৭১১-৯৭২৩৮৯


এক নজরে পাবনা সদর উপজেলা


আয়তনঃ
৪৪৩.৯০ বর্গ কিঃমিঃ ।
জনসংখ্যাঃ
৪,৭৬,৯৩২ জন।
ঘনত্বঃ
১০৭৪ জন/বর্গ কিঃ মিঃ
নির্বাচনী এলাকাঃ
৭২, পাবনা-৫।
থানা/ইউনিয়নঃ
১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন।
মৌজাঃ
২৫৯ টি।
সরকারি হাসপাতালঃ
৪ টি।
স্বাস্খ্য কেন্দ্র/ক্লিনিকঃ
১০ টি।
পোষ্ট অফিসঃ
২৮ টি।
নদ-নদীঃ
২ টি।
হাট-বাজারঃ
৩৩ টি।
ব্যাংকঃ
৬১ টি।
রেষ্ট হাউজঃ
পাবনা সদর উপজেলায় কোন রেস্ট হাউজ নাই।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন